Tuesday , 12 November 2024 | [bangla_date]
  1. ! Без рубрики
  2. AI News
  3. fi
  4. FinTech
  5. New Post
  6. News
  7. Форекс Брокеры
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন আদালত
  11. আন্তর্জাতিক
  12. আরোও
  13. এক্সক্লুসিভ
  14. কৃষি
  15. খুলনা

সিরিজ হারের পর র‌্যাঙ্কিংয়েও দুঃসংবাদ পেল বাংলাদেশ

প্রতিবেদক
admin
November 12, 2024 8:45 am

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ এখন আর আগের মতো দাপট দেখাতে পারছেন না নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে । সবশেষ আফগানিস্তানের বিপক্ষে শারজায় ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে টাইগাররা। এই সিরিজ হেরে আবার দীর্ঘদিন পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও বাজে সংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল।

নাজমুল হোসেন শান্তরা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৮ থেকে ৯ নম্বরে গেছেন । গতকাল সোমবার আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এসেছে বদল।

বাংলাদেশ ও আফগানদের সমান ৮৫ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ নয়ে আটে গেল আফগানরা। যেখানে এই সিরিজ শুরুর আগে ৮৬ পয়েন্ট ছিল বাংলাদেশের, আফগানদের ছিল ৮৫। ২-১ ব্যবধানে সিরিজ জিতে সেই ব্যবধান ঘুচিয়ে ফেলেছে আফগানিস্তান।

আফগানদের বেশ ভালোই চলছে সাম্প্রতিক সময়টা । শারজায় তারা একে একে হারালো আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। চলতি বছরের মে মাসেও ৬ পয়েন্ট পিছিয়ে থাকা আফগানরা এখন বাংলাদেশের ওপরে।

বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের ওয়ানডেতে সময় খারাপ যাচ্ছে। গত বছরের আফগানিস্তানে সিরিজ থেকে বাংলাদেশ এ পর্যন্ত ৫টি ওয়ানডে সিরিজ খেলে জিতেছে মাত্র ১ টি সিরিজে। হার ৪টায়। র‍্যাঙ্কিংয়ের অবনতিও তাই অনুমিত।ভারত এদিকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে। একে একে এরপর আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ। বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে আরেক দেশ জিম্বাবুয়ে স্কটল্যান্ড থেকে পিছিয়ে ১৩ নম্বরে আছে।

সর্বশেষ - গ্রামবাংলা