Tuesday , 12 November 2024 | [bangla_date]
  1. ! Без рубрики
  2. AI News
  3. fi
  4. FinTech
  5. New Post
  6. News
  7. Форекс Брокеры
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন আদালত
  11. আন্তর্জাতিক
  12. আরোও
  13. এক্সক্লুসিভ
  14. কৃষি
  15. খুলনা

‘জিগরা’র ভরাডুবি, এবার আলিয়ার মন দক্ষিণে

প্রতিবেদক
admin
November 12, 2024 9:24 am

বিনোদন ডেস্ক: আলিয়া ভাটের ‘জিগরা’ মুক্তি পেয়েও সাড়া জাগাতে পারেনি । ছবিটি করণ জোহরের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছিলেন আলিয়া। ছবি তৈরি করতে যা খরচ হয়েছে, সেই অর্থটুকুও ফেরত পাননি। এতেই বেশ হতাশ অভিনেত্রী।

আলিয়া ভাট শোনা যাচ্ছে, এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মন দিতে চলেছেন । সেখানকার এক ‘ব্লকবাস্টার’ পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী আলিয়া ।

জানা গেছে, সেই পরিচালকের নাম নাগা আশ্বিন। তার পরিচালনায় সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’। সেই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন, কমল হাসান, শাশ্বত চ্যাটার্জিরা। ৬০০ কোটি বাজেটের ‘কল্কি’ চলতি বছরের ২৭ জুন সিনেমা হলে মুক্তি পেয়েছিল। প্রায় ১২০০ কোটির ব্যবসা করেছে সারা বিশ্বে। ছবির দ্বিতীয় ভাগের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

এবার এই পরিচালককে নিয়ে শোনা যাচ্ছে নতুন খবর। এক নারী কেন্দ্রিক ছবি তৈরি করতে চলেছেন নাগ আশ্বিন। আর তাতেই মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়াকে।

গল্প কেমন, সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শ্যুটিং শুরু হবে। হায়দেরাবাদের প্রযোজনা সংস্থা বৈজন্তী ফিল্ম ছবিটি প্রযোজনা করছে।

প্রসঙ্গত,জিগরা’র ভরাডুবির পর আলিয়া ও করণকে বিতর্কের মুখেও পড়তে হয়েছিল। ছবি নির্মাতাদের বিরুদ্ধে ‘ফেক কালেকশন’ দেখানোর অভিযোগ এনেছিলেন অভিনেত্রী-প্রযোজক দিব্যা খোসলা। রটনা, তিক্ততা এই পর্যায়ে গেছে যে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল পার্ক’ ছবি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্ত্রীর অপমানের জেরেই নাকি ‘অ্যানিম্যাল’ ছবির সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

সর্বশেষ - গ্রামবাংলা