Tuesday , 12 November 2024 | [bangla_date]
  1. ! Без рубрики
  2. AI News
  3. fi
  4. FinTech
  5. New Post
  6. News
  7. Форекс Брокеры
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন আদালত
  11. আন্তর্জাতিক
  12. আরোও
  13. এক্সক্লুসিভ
  14. কৃষি
  15. খুলনা

অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণে দগ্ধ ৭

প্রতিবেদক
admin
November 12, 2024 9:09 am

নিজস্ব প্রতিবেদক: তিতাস গ্যাসের সংযোগ নেওয়ার সময় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইনের বিস্ফোরণে অন্তত সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে জয়ের ২২ শতাংশ, সুলতান মিয়ার ২০ শতাংশ, মিজান মিয়ার ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলমের ১০ শতাংশ, রিপন মিয়ার ৯ শতাংশ ও শাহজালালের ৭ শতাংশ পুড়ে গেছে। তাদেরসহ বাকিদের দগ্ধ বার্ন ইনিস্টিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এই শ্রমিকরা কাজ করছিল। এসময় একটি গ্যাস লাইন ঝালাই করতে গেলে বিস্ফারণের ঘটনা ঘটে। এতে ওই সাত জন দগ্ধ হন। এসময় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সোনারগাঁ জোনের ব্যাবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল আজিম জানান, ‘দগ্ধরা অবৈধভাবে সংযোগ নেওয়ার চেষ্টা করছিল। এসময় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানটি আমাদের লোকজন পরিদর্শন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে আমরা ব্যবস্থা নেবো।

সর্বশেষ - গ্রামবাংলা