Monday , 11 November 2024 | [bangla_date]
  1. ! Без рубрики
  2. AI News
  3. fi
  4. FinTech
  5. New Post
  6. News
  7. Форекс Брокеры
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন আদালত
  11. আন্তর্জাতিক
  12. আরোও
  13. এক্সক্লুসিভ
  14. কৃষি
  15. খুলনা

শুটিং সেটে আহত শাকিব খান

প্রতিবেদক
admin
November 11, 2024 7:27 pm

বিনোদন ডেস্ক: ভারতে বরবাদ সিনেমার শুটিংয়ের সময় শুটিং সেটে আহত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান । মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুটিং করছিলেন তিনি। সেখানেই একটি দৃশ্যে অভিনয়ের সময় চোখে আঘাত পেয়েছেন শাকিব খান।বিষয়টি নিশ্চিত করেছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়।

মেহেদী জানান, শুটিংয়ের সময় ফ্লোরের একটি দরজায় প্রচণ্ড আঘাত লাগে শাকিব খানের। চোখের ঠিক ওপরে এই আঘাত লেগেছে। এরপর নায়ককে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করানো হয়।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ভয়ের কোনো কারণ নেই। শাকিব খান শঙ্কামুক্ত রয়েছেন। নায়ককে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে।

পরিচালক মেহেদী বলেন, ‘সিনেমা একটি দৃশ্য ছিল, যেখানে দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব ভাই। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিব ভাইয়ের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দিই। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে, চিকিৎসক আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। আপাতত তিনি শঙ্কামুক্ত রয়েছেন।’

এদিকে চিকিৎসা নিয়েই আবারও শুটিংয়ে ফিরেছেন শাকিব খান। মনোযোগ দিয়েছেন কাজে। বরবাদ সিনেমার কাজে মাসখানেক ভারতেই অবস্থান করার কথা রয়েছে তার।

সর্বশেষ - গ্রামবাংলা