Monday , 11 November 2024 | [bangla_date]
  1. ! Без рубрики
  2. AI News
  3. fi
  4. FinTech
  5. New Post
  6. News
  7. Форекс Брокеры
  8. অপরাধ
  9. অর্থনীতি
  10. আইন আদালত
  11. আন্তর্জাতিক
  12. আরোও
  13. এক্সক্লুসিভ
  14. কৃষি
  15. খুলনা

মারা গেছেন অভিনেত্রী আফরোজা হোসেন

প্রতিবেদক
admin
November 11, 2024 7:46 pm

বিনোদন ডেস্ক: অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন। রোববার (১০ নভেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আরেক অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আফরোজা হোসেনের সঙ্গে তোলা ‍কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

এরপর আবেগঘন হয়ে বলেন, আপা আমি এখন তিনবেলা ফোনে কার সঙ্গে কথা বলবো? আমাকে কে সাহস দিবে গো? তোমার সন্তান নাঈম কে আমি কি বলে সান্ত্বনা দিব গো।

পোস্টের শেষে লিখেছেন, ‘আমি টাঙ্গাইলে এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসছি গো আপা।

জানা যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক দিন থেকে অসুস্থ ছিলেন আফরোজা হোসেন। জরায়ুমুখ ক্যানসার ধীরে ধীরে তা মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে।তিনি ১৯৮০ এবং ১৯৯০ এর দশকে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ ছিলেন। আফরোজা হোসেন তার ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরে চলচ্চিত্রে কাজ শুরু করেন।

সর্বশেষ - গ্রামবাংলা