1. admin@asiansangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন

বিএসএলএ’র জমকালো আয়োজনে বার্ষিক বনভোজন ২০২৩

  • আপডেট টাইম : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৪৪ বার

নিজস্ব প্রতিবেদক ঃ বিভিন্ন প্রতিকূলতার মধ্যদিয়ে এক বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে যাত্রা শুরু করতে চলেছে সাউন্ড, লাইট, ইভেন্ট সম্পর্কিত ব্যবসায়ীদের প্রাণের সংগঠন ‘বাংলাদেশ সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশন’ (বিএসএলএ)। ”ঐক্যের পথে আমরা” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে সংগঠনটি।

প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছিলো যেনো সদস্য প্রতিষ্ঠানগুলো সবাই সবার পাশে থেকে একটু স্বস্তিতে ব্যবসা পরিচালনা করতে পারে। এরই ধারাবাহিকতায় গত সোমবার ২৮ আগষ্ট ঢাকার ৩শ’ ফিট সীসেল রিসোর্টে প্রথম বারের মতো আহ্বায়ক কমিটির আয়োজনে ”বাংলাদেশ সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশন” (বিএএলএ)র বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, জাতীয় সংগীত ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবর রহমানের প্রতি নিরাবতা পালনের মাধ্যোমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ”ব্ল্যাকবক্স” সাউন্ড কোম্পানীর কর্ণধার মোহাম্মদ ইউনুস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ ”ঐক্যের পথে আমরা একসাথে” ঢাকাসহ সারাদেশের সকল সাউন্ড, লাইট, ইভেন্ট, এলউডি ডিসপ্লে, সাউন্ড ইঞ্জিনিয়ার, সাউন্ড অপারেটর, এবং সকল লজিস্টিক সার্পোটাররা একসাথে মিলেমিষে একটা প্লাটফর্মে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি আরো বলেন, রামপুরা বনশ্রীতে ব্যক্তিগত হাসপাতাল রয়েছে সেখানে বাংলাদেশ সাউন্ড এন্ড লাইট এসোসিয়েশনের সকল সদস্যদের নাম মাত্র খরচে চিকিৎসা সেবাসহ কক্সবাজারে ব্যক্তিগত রিসোর্টে ভ্রমণে সকল রকমের নাম মাত্র খরচে সুযোগ সুবিধা প্রদানের নিশ্চয়তা দেন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাউন্ড সামগ্রী আমদানীকারক প্রতিষ্ঠানের কর্নধারদেরকে বিশেষ সম্মাননা স্বারক ক্রেস্ট এবং বিভিন্ন জেলা থেকে আগত সাউন্ড ব্যবসায়ীদেরকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয় ।

এ সময় বিএসএলএ’র প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন (লাইভ মিডিয়া), প্রতিষ্ঠা কমিটির সভাপতি শামিম হোসেন (সাউন্ড প্রো), অর্থ সম্পাদক রাসেদ শিবলী (সাউন্ড এক্সপ্রেস), উপদেষ্ঠা মো . আকবর হোসেন স্বপন (ইশান সাউন্ড), উপদেষ্ঠা খোকন মৃধা (ষ্টার লাইফ সাউন্ড) সম্মাননা স্বারক ক্রেস্ট গ্রহন করেন। 

উল্লেখ্য, প্রতিষ্ঠা কমিটির উপদেষ্ঠা খোকন মৃধা দেশের বাহিরে থাকায় তার পক্ষে সহিদুল ইসলাম সুমন সম্মাননা স্মারক গ্রহন করেন। অনুষ্ঠানে আহবায়ক কমিটিসহ পিকনিক আয়োজক কমিটিকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজনকে প্রাণবন্ত করে তুলতে বিশেষ আমন্ত্রিত অতিথি বাংলাদেশের বিশিষ্ঠ সাউন্ড আমদানিকারক প্রতিষ্ঠানের কর্নধারগণ অনুষ্ঠানের শেষ পর্যন্ত উপস্থিত থাকেন।

তাদের মধ্যে উল্ল্যেখযোগ্য প্রতিষ্ঠান মেলোডি এন্ড কোং এর কর্নধার সঙ্কর। কাজল এন্টারপ্রাইজ এর কর্নধার ওয়াসিম কবির কাজল। এলটি প্রো এর কর্নধার নাজমুল মিশু। পাওয়ার ওয়াল্ড এর কর্নধার মঞ্জিল আহমেদ ও আজিজুল ইসলাম এবং সুইটন সাউন্ড এর কর্নধার সঙ্কর দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠা কমিটির সভাপতি শামিম হোসেন বলেন, ২০২২ সালে লাইভ মিডিয়ার কর্নধার আমিনুল ইসলাম আমিনের ডাকে সারা দিয়ে বাংলাদেশ সাউন্ড এন্ড লাইট এসোসিশেনের যাত্রা শুরু করেছিলাম আজও হাটি হাটি পা পা করে চলছে।

আজ ঢাকাসহ বেশ কয়েকটি জেলা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা যখন কমিটি সাজাই তখন নারায়গঞ্জ জেলার সাউন্ড ব্যবসায়ীরা আমাদের প্রতিষ্ঠা কমিটিকে বিশাল এক আয়োজনের মাধ্যমে সংবর্ধনা জানান যা, মনে রাখার মতো। এবার বাংলাদেশের সকল সাউন্ড এন্ড লাইটসহ সংশ্লিষ্ট পেশার সকল লজিষ্টিক সাপোর্টদানকারীদের এই প্লাটফর্মের আনতে সব রকম চেষ্টা চালিয়ে যাবো ইনশাহআল্লাহ।

তিনি আরো বলেন, নতুন আহবায়ক কমিটির সকল কর্মকর্তাগণ সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং তারা যথেষ্ট শ্রম ও চেষ্টা করে যাচ্ছেন সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাদের প্রতি রইলো অসংখ্য আন্তরিকতা ও ধন্যবাদ। অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিলো দেশের স্বনামধন্য সংগীত শিল্পীরা।

তাদের মধ্যে উল্যেখযোগ্য এফ এ সুমন, কিশোর পলাশ, কাজী শুভ, ব্যান্ড ”বর্তমান” ঝিলিক বাবু, ডিজে রেক্স, ডিজে পরিসহ অরোও অনেক শিল্পীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দেবাশিস বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাত সদস্যের আহবায়ক কমিটির ’আহবায়ক আসাদুর জামান রনি (ব্ল্যাক বক্স), যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম সুমন (স্টার লাইফ), প্রচার ও দপ্তর সম্পাদক মো. আমির হোসেন (জেএএস সাউন্ড), সহ-প্রচার ও দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন (এবি সাউন্ড), সদস্য মো. সহিদুল ইসলাম সহিদ (এস কে সাউন্ড), সদস্য রুবেল আহম্মেদ – (সাউন্ড পার্ক), সদস্য মো. ফারুক আহম্মেদ (সাউন্ড ফিউশন)।

অনুষ্টানের শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন প্রতিষ্ঠা কমিটির সভাপতি শামিম হোসেন, বিএসএলএ’র প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক আমিনুল ইসলাম আমিন, অর্থ সম্পাদক রাসেদ শিবলী, দপ্তর সম্পাদক মাহবুব শরীফ, উপদেষ্ঠা মো . আকবর হোসেন স্বপন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2023, All rights reserved.
Theme Customized By BreakingNews