1. admin@asiansangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ন

খিলগাঁও তালতলা অবৈধ বিদ্যুৎ সংযোগে রমরমা ব্যাবসা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩৩৩ বার

রাজধানীর খিলগাঁও তালতলায় অবৈধ বিদ্যুৎ সংযোগের রমরমা ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। সূত্রে যানাযায় সারাদেশ যখন বিদ্যুৎএর সংকটে মহামারি অবস্থা ঠিক তখনি মিললো এসব বিদ্যুৎএর অফিসের অসাধু লাইনম্যান সহ কিছু কর্মকর্তার যোগসাজসে চলছে এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ এর রমরমা ব্যাবসা।

স্থানীয় নাম প্রকাশে অনুচ্ছিক জানান, এখানে ২৫২/ বি খিলগাঁও আবাসিক এলাকার ভবনের পিছনে বিশাল এক বস্তি এবং তার প্রতিটি ঘড়ে ঘড়ে ফ্রিজ ফ্যান লাইট চলছে প্রতি মাসে ৫০০ থেকে ১০০০ টাকা বিল সংগ্রহ করেন ঐ বস্তির টুম্পার মা খ্যত সরদারনী সহ বেশ কয়েকজন এ বিষয়ে কথা বলতে চাইলে টুম্পার মা সহ বেশ কয়েকজন সাংবাদিকের উপর তেরে আসেন তারা অশ্লিল ভাষায় বলেন যা পারেন করেন আমাদের বা———— ছিড়তে পারবেন না।

এছাড়া বেশ কয়েকবার একুশে টিভিতে তাদের অবৈধ বিদ্যুৎ, গ্যাস, পানি সহ সরকারী বিশাল এলাকাজুড়ে ঘড় বানিয়ে ভাড়ার অভিযোগে নিউজ হওয়ার পরেও অদৃশ্য শক্তিতে তা ধুলিসাত হয়ে যায়।

তালতলা মেম্বার গলিতে ঢুকতেই যত গুলো ভবন বানানো হয়েছে তার প্রতিটি ভবনের পিছনে অবধৈভাবে বিশাল জায়গা দখল করে অবধৈ বিদ্যুৎ পানি ব্যবহার করছেন অভিযোগ রয়েছে।

এছাড়া তালতলা নতুনবাগেও একই চিত্র প্রতিটি ভবনের পিছনে যেনো অবৈধ টাকা কামানোর বিশাল মেশিন স্থাপন করা হয়েছে। বাড়ীর সামনে থেকে বোঝার উপায় নেই যে পিছনে এভাবে অবৈধ বানিজ্য করা যায়।

এভাবে চলতে থাকলে আমরা যারা প্রকৃত গ্রাহক তারাই ঠিকমত বিদ্যুৎ গ্যাস পাইনা। এবং এখনি সময় ঠিকমত তদন্ত করে বিদ্যুতের সাথে জড়িত লাইনম্যান সহ অসাধু কর্মকর্তা এবং বাড়ীর মালিকদের আইনের আওতায় আনা দরকার মনে করেন এলাকাবাসী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2023, All rights reserved.
Theme Customized By BreakingNews