1. admin@asiansangbad.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৪ পূর্বাহ্ন

মানুষরূপী ভয়ানক অমানুষের গল্পের ছবি ২২ প্রেক্ষাগৃহে

  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৫ বার

সীমান্ত এলাকার চোরাচালানের গল্প নিয়ে নির্মিত ছবি ‘সুলতানপুর’ শুক্রবার (২ জুন) মুক্তি পেয়েছে দেশের ২২ সিনেমা হলে

সীমান্ত এলাকার চোরাচালানের গল্প নিয়ে নির্মিত ছবি ‘সুলতানপুর’ শুক্রবার (২ জুন) মুক্তি পেয়েছে দেশের ২২ সিনেমা হলে। সৈকত নাসিরের পরিচালনায় এতে অভিনয় করেছেন আশীষ খন্দকার, অধরা খান, সুমন ফারুক, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ ও শাহিন মৃধা।

শুরুতে ‘বর্ডার’ নামে নির্মিত হলেও পরে চলচ্চিত্র সেন্সরবোর্ডের আপত্তির কারণে এর নাম পাল্টে রাখা হয় ‘সুলতানপুর’। ছবির নির্মাতা ও অভিনয়শিল্পীরা প্রথমে মনঃক্ষুণ্ন হলেও বোর্ডের মতামত মেনে নেন।

এ ছবিতে সমাজকর্মীর চরিত্রে দেখা যাবে অধরাকে। গল্পে তার বাবা এলাকার পরোপকারী মানুষ। বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে অধরাও সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, আর তাতেই অনেকের চক্ষুশূল হয়।

অধরা বলেন, দেশের সীমান্তবর্তী এলাকার বাস্তব কিছু চিত্র তুলে ধরা হয়েছে এখানে। ওখানকার মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিচ্ছেদ ও মানুষরূপী কিছু ভয়ানক অমানুষের গল্প। এখানে আমি অন্য আট-দশটা বাণিজ্যিক ছবির মতো গতানুগতিক নায়িকা নই। গল্পই এ ছবির নায়ক।

পরিচালক সৈকত নাসির বলেন, গল্পই এর হিরো। প্রতিটি চরিত্র আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, দর্শক হলে গেলে ছবিটি দেখে তৃপ্তি পাবেন। মানুষকে যখন সম্মান দেওয়া হয়, ওই সম্মানকে পুঁজি করে কীভাবে ক্ষমতার অপব্যবহার করা হয়। মূলত এটাকে কেন্দ্র করেই এ সুলতানপুরের গল্প।

সুলতানপুর দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল ও মিরপুরের সনি স্কয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লক বাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্স, কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সে।

এ ছাড়া সিঙ্গেল স্ক্রিনের মধ্যে ঢাকার মধুমিতা সিনেমা, চিত্রামহল সিনেমা, আনন্দ সিনেমা, বিজিবি সিনেমা, নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা, কাঁচপুরের চাদঁমহল সিনেমা, চট্টগ্রামের সুগন্ধা সিনেমা, সাভারের সেনা অডিটোরিয়াম, শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, রংপুরের শাপলা সিনেমা, খুলনার সঙ্গীতা সিনেমা, সিলেটের নন্দিতা সিনেমা, বগুড়ার মম ইন, নাগরপুরের রাজিয়া সিনেমা হলে চলবে সুলতানপুর।

একই দিনে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘টোকাই’ নামে আরেকটি ছবি। আশরাফুল আলম অভিনীত এ ছবিটি ৩০ সিনেমা হলে মুক্তি পেয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2023, All rights reserved.
Theme Customized By BreakingNews