১৪ ই এপ্রিল ২০১৯ ইং শুভ বাঙলা নববর্ষ ১৪২৬। বাংলা নববর্ষ উপলক্ষে একাত্তর ফাউন্ডেশন এর উদ্যোগে আমেরিকায় বৈশাখী পান্তা ইলিশ ২৭ এপ্রিল ২০১৯ আমেরিকার Fort Hunt Park (Group Picnic Area A-001) 8999 Fort Hunt Rd. Alexandria.VA 22308, বাংলা সনের শুভ বৈশাখীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ইলিশের সাথে বিভিন্ন খেলাধুলা ও পিকনিকের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে অংশ নিয়ে বাঙলী সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব সভায় তুলে ধরুন বাংলা নববর্ষ ।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের বাংলাদেশী ভর্তা,ও থাকবে আপনাকে স্মৃতির বাংলায় ফিরিয়ে নিতে আপনার সামনেই ভেজে দেওয়া হবে স্বাদে গন্ধে অপরুপ আস্ত রূপালি ইলিশ , থাকবে মেজবানী গরুর মাংস আর গরম ভাত। অনুষ্ঠানে বৈশাখী ইলিশ মাছ পাবেন আপনার পছন্দমত।
সাথে থাকবে স্থানীয় ও জনপ্রিয় বাংলাদেশী শিল্পী সামিনা চৌধুরী,রিজিয়া পারভীন ও ঢুলি শফিক সহ অন্যান্য শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান।উক্ত অন্ষ্ঠুানে আপনার ও আপনাদের সবান্ধব উপস্থিতি কামনা করেন। শুভ নববর্ষে আমেরিকা প্রবাসীরা অংশগ্রহনের জন্য যোগাযোগ করুনঃ- পারভীন পাটোয়ারী মোবাইল ঃ-২০২ ৪৮৯ ২০০০ ।