সোমবার, ২৭ Jun ২০২২, ০১:২৭ পূর্বাহ্ন
ফিলিপাইনে দু’টি যাত্রীবাহি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে জেনারেল সান্তোষ নগরীতে ১১ জন নিহত হয়েছে বলে কর্মকর্তাগণ আজ জানিয়েছেন।
গতকাল সোমবার এই দুর্ঘটনাটি সংঘটিত হয় বলে সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়।
জেনারেল সান্তোষের পুলিশ প্রধান ইয়ল হাইলাডো বলেন, দক্ষিণ ফিলিপাইনের জেনারেল সান্তোষ জলার বাটমেলং এলাকার মহাসড়কে দ্রুতগামি যাত্রীবাহি ভ্যানের সঙ্গে অপর একটি যাত্রীবাহী জিপের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
তিনি বলেন, গতকাল বিকেল ৩টা ৪৫ মিনিটে ভ্যানের চাকা খুলে যায়। এসময় ভ্যানটি বিপরীত দিক থেকে আসা জিপে আঘাত করলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ভ্যানের যাত্রী বেশি নিহত হয়। তবে দুটি গাড়ির চালক আহত হয়েছে।এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।