সোমবার, ২৭ Jun ২০২২, ০২:০২ পূর্বাহ্ন
যুক্তরাস্ট্রের লস এঞ্জেলেস সহ কয়েকটি শহরে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে টাইফাস নামের এক ব্যাকটেরিয়া।
গনস্বাস্থ্য কর্মকর্তারা বলছেন গৃহহীন মানুষেরা এই ব্যাকটেরিয়া ছাড়াচ্ছে বেশী মাত্রায়। দারিদ্র, নোংরা থাকা এবং পয়নস্কিাশনের অভাব যেসব স্থানে সেখানে টাইফাসের বিস্তৃতি বেশি বলে জানান বিশেষজ্ঞরা।
লস এঞ্জলেস কাউন্টিতে ৬৪জন টাইফাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।