শুক্রবার, ২৪ Jun ২০২২, ০৭:১৮ পূর্বাহ্ন
চাঁদপুর জেলা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবিটি এর ৭ সদস্যকে আটক করার দাবী করেছে।
পুলিশ রোববার সাংবাদিকদের জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে চাঁদপুর জেলার উত্তর করোয়া এলাকার একটি বাড়ীতে অভিযান চালিয়ে তাঁরা এবিটি এর ওই ৭ সন্দেহভাজন সদস্যকে আটক করে। পুলিশ আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেছে এবং তাঁরা হলেন মোহাম্মদ কাওসার হামিদ, মাহমুদুর রহমান, মোহাম্মদ রাশেদুল ইসলাম, কামরুল হাসান, নিয়ামাত উল্লাহ, মোহাম্মদ হাবিবুর রহমান এবং ফজলুল করিম ।
উল্লেখ্য, বাংলাদেশে কয়েকজন লেখক, প্রকাশক এবং ব্লগার হত্যা এবং হত্যার প্রচেষ্টার সাথে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের জড়িত থাকার অভিযোগ রয়েছে ।