অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ গ্রহণকারী ৫০ জনের মাঝে ৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বিকাল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। এরআগে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে ৫০ দিনব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণে অংশগ্রহণ করে তারা।
প্রশিক্ষণোত্তর উপকরণ সহায়তা চেক ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী। পরে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও অনুদানের চেক বিতরণ করেন অতিথিরা।