রবিবার, ২৬ Jun ২০২২, ০৭:২৪ পূর্বাহ্ন
ইন্দোনেশিয়ার পর এবার হাইতি। রবিবার সকালে কেঁপে উঠল এই ক্যারিবিয় দ্বীপ রাষ্ট্র। কম্পনের মাত্রা ৫.৯। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভূমিকম্পে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। বেশকিছু ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হাইতির পোর্ট ডি পিক্সের ১৯ দূরের একটি জায়গায়। হাইতি সরকারের মুখপাত্র এডি জ্যাকসন সংবাদসংস্থাকে জানিয়েছেন, এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
উল্লেখ্য, ২০১০ সালে ভয়ঙ্কর এক ভূমিকম্পে হাইতিতে ২ লাখ মানুষের মৃত্যু হয়। আহত হন ৩ লাখ মানুষ। এলাকার মানুষজনকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জোভেনেল মোইসে।
পোর্ট ডি পিক্স প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আহতদের এলাকার হাসপাতালেই চিকিৎসা করা হচ্ছে। অনেকেই ভূমিকম্পের আতঙ্কে দৌঁড়াদৌঁড়ি করতে গিয়ে আহত হয়েছেন।