নৃতাত্ত্বিক কুর্দিশ অঞ্চল বরবার সামরিক টহলে কুরিশ বিদ্রোহীদের হামলা নিয়মিতই হয়ে আসছে। বিশ্লেষকরা একটি বড় শহরে সামরিক কুচকাওয়াজকে টার্গেট হামলা বিরল ঘটনা বলেই মনে করছেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৭ জুন রাজধানী তেহরানের পার্লামেন্ট ভবনে ও দেশটির বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমিনির মাজারে হামলায় অন্তত ১৭জন নিহত হয়েছিলেন