বুধবার, ২৯ Jun ২০২২, ০৪:০২ পূর্বাহ্ন
আফ্রিকার বৃহত্তম ভিক্টোরিয়া হ্রদে ফেরি ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে থাকা মানুষের সন্ধানে শুক্রবার তাঞ্জানিয়ায় আবারো ব্যাপক অভিযান শুরু করা হয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় এক কর্মকর্তা জানান, এ হ্রদের দক্ষিণপূর্বে উকারা দ্বীপের কাছে বৃহস্পতিবার বিকেলে ফেরিটি ডুবে যাওয়ার সময় এতে দুই শতাধিক যাত্রী ছিল যা ধারণ ক্ষমতার দ্বিগুণ। হ্রদটি উগান্ডা ও কেনিয়া পর্যন্ত বিস্তৃত।’
এদিকে আঞ্চলিক গভর্নর জন মোঙ্গেলা সরকারি টেলিভিশনে বলেছেন, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে এবং আজ আরো ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।