মল্লিক মো. জামাল বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার অামতলীতে সন্ধ্যা সাড়ে ৭টার সময় আমতলী -পটুয়াখালী মহাসড়কের ফায়ারসার্ভিস এর উত্তার দিকের কালিবাড়ি কালভর্ট এলাকায় ৩ থেকে ৪টি বোমা বিস্ফোরনের বিকট শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পরে এবং পুলিশকে খবর দেয়।
পুলিশ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালিবাড়ি কালভাটের নিকট থেকে একটি প্লাস্টিকের ব্যাগে ভরা ৪’টি তাজা পেট্রল বোমা, ২’টি ককটেল বিস্ফোরিত বোমার কাঁচের বোতল ভাঙ্গা, মারবেল এবং ১০’টি লাঠি উদ্ধার করে অামতলী থানা পুলিশ।
আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও সরকার হটানোর উদ্দেশ্যে মহাসড়কে যাত্রী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়াতে জামায়াত বিএনপির একটি গোষ্ঠি নাশকতার জন্য এ ঘটনা ঘটিয়েছে মর্মে ধারণা করছি। তিনি অারো বলেন পুলিশ পৌঁছার আগে ‘দুর্বৃত্তরা’ পালিয়ে যায় তবে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে