অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) খেলা শুরু হয়েছে।
গতকাল বিকেলে জেলার স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন রিপন,জেলা আওয়ামলীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আলী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা প্রমূখ।
উদ্বোধনী খেলায় কুশাখালী ইউনিয়ন ও উত্তর জয়পুর ইউনিয়ন মুখোমুখি হন। খেলার প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় মো. রায়হান ও ১২ মিনিটে ইমাম হোসেনের পা থেকে জালে বল ঢুকিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় কুশাখালী। খেলার শেষ পর্যন্ত ৪-০ গোলে উত্তর জয়পুরকে পরাজিত করে তারা।
উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার ২১ টি ইউনিয়নের ২১ টি দল অংশগ্রহণ করবে।