রবিবার, ২৬ Jun ২০২২, ০৭:৪৯ পূর্বাহ্ন
গত মঙ্গলবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে কাউন্টারের সামনে যাত্রী উঠানামার জন্য দাড়িয়ে ছিলো রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা গঞ্জেরাজ (ঢাকা মেট্টো-গ-১৪-০১৭৭) নামের একটি বাস। সে সময় থেমে থাকা বাসের সামনে দিয়ে এক বছরের শিশু কন্যা আকিফাকে কোলে নিয়ে রাস্তা পারাপার হচ্ছিল মা রিনা বেগম।
হঠাৎ কোন হর্ণ ছাড়াই ঘাতক বাস চালক খোকন বাসটি চালিয়ে রিনা বেগমকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মায়ের কোল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে আহত হয় শিশু আকিফা।স্থানীয়দের সহায়তায় আহত মা মেয়েকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে, সেখানে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। নিহত শিশু আকিফা কুষ্টিয়া শহর তলীর চৌড়হাসের সবজি ব্যবসায়ী হারুন উর রশিদের মেয়ে।
বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।