গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর ২০০৪ সালে ২১শে আগষ্ট জনসেবায় ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ১৪নং রাজাগাঁও ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে আজ মঙ্গলবার বিকাল ৬ টায় পাটিয়াডাঙ্গী স্কুল মাঠে যুবলীগের আহ্বায়ক এম এ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাজাগাঁও ইউনিয়নের যুগ্ন আহব্বায়ক দেলোয়ার হোসেন দিলদার,সাবেক যুবলীগ সাংগঠনিক সম্পাদক সুভাশ চন্দ্র বর্মন,ফজির উদ্দিন,মো:শাহালম ওয়ার্ড যুবলীগ সভাপতি,জাহিদুল ইসলাম,ফরমান আলি,উজ্জল চন্দ্র বর্মন,পূর্ন চন্দ্র বর্মন,দিপক সরকার প্রমুখ। আলোচণা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল পাটিয়াডাঙ্গী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌরাস্তায় এসে মোমবাতির প্রজ্জলন করে।