শনিবার, ২৮ মে ২০২২, ০৩:১৮ অপরাহ্ন
রাজধানীর পল্টন থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম-মোঃ দেলোয়ার হোসেন (২৮)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ২৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
১৮ আগস্ট, ২০১৮ রাত ১২.১০ টায় নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পল্টন মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত দেলোয়ার যশোরের কেশবপুর থানার জিকরা গ্রামের ইয়াসিন আলী মোড়লের ছেলে।
এ সংক্রান্তে তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে।