বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৯:০৫ পূর্বাহ্ন
শান্তিতে নোবেল বিজয়ী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান (৮০) শনিবার মারা গেছেন।
খুব অল্প সময় অসুস্থ থাকার পর আজ সকালে তিনি মারা যান বলে তার ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে। খবর এএফপি’র।
ঘানায় জন্ম নেয়া কফি আনান সুইজারল্যান্ডের জেভোয় মারা যান। এ শহরে তিনি বেশ কয়েক বছর ধরে পরিবারসহ বসবাস করছিলেন।
মৃত্যুর সময়ে পাশে স্ত্রী নানে, দুই সন্তান এমা ও কজো উপস্থিত ছিলেন। নানে মৃত্যুর আগ পর্যন্ত বেশ কিছুদিন তার পাশে ছিলেন।
তিনি ছিলেন সংস্থাটির প্রথম কৃষ্ণাঙ্গ মহাসচিব, যিনি জাতিসংঘের এই শীর্ষ পদে দায়িত্ব¡ পালন করেছেন। তিনি ওই পদে ছিলেন ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত।
জাতিসংঘকে নতুনভাবে গড়ে তোলা এবং মানবিক কর্মকান্ডে ভূমিকার রাখার জন্য তিনি ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার পান।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজ এক শোক বার্তায় সাবেক মহাসচিব কফি আনানের মৃত্যুতে গভীর শোকও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সাবেক জাতিসংঘ মহাসচিব ও শান্তিতে নোবেল বিজয়ী কফি আনানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী কফি আনানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন ।
শেখ হাসিনা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তার ফাউন্ডেশন জানায়, কফি আনান ৮০ বছর বয়সে সুইজারল্যান্ডের জেনেভায় অল্প রোগে ভুগে মৃত্যুবরণ করেছেন।
কফি আনান ফাউন্ডেশনের এক বিবৃতিতে জানানো হয়, ‘কফি আনান পরিবার ও কফি আনান ফাউন্ডেশন গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, সাবেক জাতিসংঘ মহাসচিব ও শান্তিতে নোবেল বিজয়ী কফি আনান আজ ১৮ আগস্ট, শনিবার অল্প অসুস্থতায় ভুগে মৃত্যুবরণ করেছেন।’