লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলা সদরের উত্তর হামছাদীর খন্দকার বাড়ীর মৃত নূর মোহাম্মদ খন্দকারের ছেলে রহমত উল্লাহর বসত বাড়ীর প্রাচীর বেড়া ভেঙে তছনছ করে দূর্বৃত্তরা।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, গতবুধবার রাত ৮টার দিকে হঠাৎ একদল দূর্বৃত্ত সদলবলে এসে রহমত উল্লাহর বসত বাড়ীর প্রাচীর ভেঙে তছনছ করে অন্যত্রে নিয়ে ছুঁড়ে ফেলে। অভিযোগে আরো জানা যায় -রহমত উল্লাহর মৃত ভাই আবদুল গণির স্ত্রী হোসনেয়ারা বেগম তার ভাই ফরিদ, বেল্লাল, মোশাররফ ও মো:হারেছসহ লোকজন দিয়ে তাদের প্রাচীর বেড়া ভাঙচুর করা হয়।
জানা গেছে, হোসনেয়ারা বেগম বিল্ডিং বাড়ী করার সময় রহমত উল্লাহর পুকুরঘাটের রাস্তা বন্ধ করে দেয়।পরে রহমত উল্লাহও হোসনেয়ারার রাস্তায় বাহির হওয়ার রাস্তা মানে রহমত উল্লাহর উঠোন দিয়ে প্রাচীর তুলে বন্ধ করে দেয়।
এনিয়ে হোসনেয়ারা কয়েকবার ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন।এমনকি কোটেও মামলা করেন বলে তিনি জানান।দূর্বৃত্ত দিয়ে প্রাচীর ভাঙার কথা হোসনেয়ারা স্বীকার করেন।
ঘটনার দিন হোসেনেয়ারা দূর্বৃত্তদের দিয়ে হামলা চালিয়ে রহমতউল্লাহর প্রাচীর ভেঙে অন্যত্র বাগানে ফেলে দেন।
রহমত উল্লাহ অভিযোগ করে বলেন আমি আমার স্ত্রী খুরশিদা বেগম (৪৫),মেয়ে মুন্নী আক্তার, নূপুর আক্তার, পপি আক্তারসহ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
স্থানীয় চেয়ারম্যান বলেন উভয়েরই রাস্তা দরকার, তারা একটু সেক্রিফাইস করলেই হয়ে যায়।
মেম্বার হাফিজ উল্লাহ বলেন, এ ঝামেলা অচিরেই সমাধান করা হবে।