রবিবার, ২৬ Jun ২০২২, ০৯:১৬ অপরাহ্ন
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ শান্তিপূর্ণ আন্দোলনে সহিংস হামলার ঘটনায় সরকারের নিন্দা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট ট্র্যাকিং করে ঢালাও গ্রেফতারের ঘটনা চলছে বলে বুধবার এক বিবৃতিতে বলেছে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রতিবাদকারী শিক্ষার্থী এবং সাংবাদিকদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে -তা বাংলাদেশে ভীতির পরিবেশ সৃষ্টি করেছে এবং স্বাধীন মতপ্রকাশের ধারাটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ অবিলম্বে ঢালাও গ্রেফতার বন্ধ করা, সহিংস হামলাকারীদের বিচারের আওতায় নিয়ে আসা এবং নিজ বক্তব্য প্রকাশ করায় যাদের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে। এদিকে, মানবাধিকার সংগঠন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে লিখিত এক বার্তায় গণগ্রেফতার বন্ধ করা এবং পুলিশের কার্যক্রমের অপব্যবহারের তদন্ত দাবি করা হয়েছে। বুধবারও আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে একজন ছাত্রী ও দুইজন ছাত্রকে পুলিশের বিশেষ শাখা গ্রেফতার করেছে।