শনিবার, ২৮ মে ২০২২, ০৪:১৭ অপরাহ্ন
এশিয়ান সংবাদ মনির আহমেদ: ঈদ উপলক্ষে বাজারে নতুন টাকার নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এবারও ঈদুল ফিতরের পর ঈদুল আযহায় ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে নতুন টাকার নোট ছাড়ছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকেও ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান টাকার নতুন নোট সংগ্রহ করা যাবে। তবে একজন ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। এছাড়া কাউন্টার থেকে যে কোনো মূল্যমানের ধাতব মুদ্রা সংগ্রহ করা যাবে।