বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৯:২০ পূর্বাহ্ন
নিরাপদ সড়ক নিশ্চিত করার বিষয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের আশ্বাসের পর শিক্ষার্থীরা ঘরে ফিরে গেলেও সড়কে মহাসড়কে বেপরোয়া যানবাহন বিশেষ করে বাসের দাপট কমছেনা। এমনি এক বেপরোয়া ঘাতক বাসের নিচে পিষ্ট হয়ে রোববার রংপুরে প্রাণ হারালেন স্কুলের দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ জিওন। ওই ঘটনারপর শত শত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বাস চালকের গ্রেফতার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করে। এ সময় জিয়নের মরদেহ নিতে আসা একটি অ্যাম্বুলেন্সকে ভাঙচুর করে বিক্ষোভকারীরা।
প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধের পর পুলিশ কর্মকর্তাদের আশ্বাস পেয়ে বিক্ষোভ কারিরা রাস্তা ছেড়ে দেয়। এদিকে, খোদ রাজধানীতে যেখানে বর্তমানে ট্রাফিক সপ্তাহ চলছে সেখানে ঘাতক বাসের তলায় পিষ্ট হয়ে এক অজ্ঞাত পরিচয় যুবক রোববার নিহত হয়েছেন।