শুক্রবার, ২৭ মে ২০২২, ০৫:০৮ পূর্বাহ্ন
বাংলাদেশের মেয়েদের খেলার নৈপুণ্যে বি গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে হারায় তারা সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের একটি ম্যাচ এখনো বাকি, তার আগেই চলমান এই আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
১১ আগস্ট, শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এই ম্যাচে নেপালের কাছে ৪-০ গোলে হারে পাকিস্তান।পাকিস্তানের টানা হারে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত হলো বাংলাদেশের।
সেমিফাইনালে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গী হয়েছে নেপালও। দু’দলেরই সমান ৩ পয়েন্ট। যদিও গোল ব্যবধানে বাংলাদেশ এখনও শীর্ষে। ১৩ আগস্ট, সোমবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল।
গত বছর টুর্নামেন্টের প্রথম আসরে গ্রুপের দেখায় নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের কিশোরীরা। বাংলাদেশে অনুষ্ঠিত ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তহুরা-শামসুন্নাহাররা। আর রানার আপ হয়েছিল ভারত।