সোমবার, ২৭ Jun ২০২২, ০২:২০ পূর্বাহ্ন
এশিয়ান সংবাদ মনির আহমেদ: গত কয়েকদিনের অচলাবস্থার পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর সড়কের চিত্র। বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। তবে সিটি সার্ভিসের সংখ্যা কম। এদিকে, ঈদের আগাম টিকিট নিতে বাস কাউন্টারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (০৭ আগস্ট) সকালে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেছে। তবে আগের তুলনায় সিটি সার্ভিস ছেড়ে যাবার সংখ্যা কম। এদিকে, শনির আখড়া, দনিয়াসহ বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে কাজের জন্য আসা মানুষ গণপরিবহণের সংকটে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তারা বাসের দেখা পাচ্ছে না।
নগরীতেও সীমিত আকারের চলছে গণপরিবহন। ফিটনেস না থাকায় অনেক পরিবহন মালিকরা বাস নামাননি। এদিকে, ঈদের আগাম টিকিট নিতে গাবতলী বাস টার্মিনালে উপচে পড়া ভিড় দেখা যায়।
ভোর রাত থেকেই অনেকে লাইনে দাঁড়িয়ে ২০ আগস্টের টিকিটের জন্য অপেক্ষা করছেন। তবে বিক্রি শুরুর ২ ঘণ্টার মধ্যেই টিকিট শেষ হয়ে যাবার অভিযোগ করছেন প্রত্যাশীরা।