জামাত বিএনপি পন্থী পরিবারের সদস্যদের দিয়ে সদ্য ঘোশিত হরিপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত বির্তকিত কমিটি বাতিল ও ভেঙ্গে দিয়ে প্রকৃত যোগ্য নেতাদের সম্বনয়ের মাধ্যমে কমিটি গঠনের দাবিতে ছাত্রলীগের নেতা কর্মিরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল শনিবার দুপুরে হরিপুর আ‘লীগের দলীয় কার্যালয়ে সদর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি উজ্জল রাজবীর ও সম্পাদক রফিকুল ইসলামের নেত্রীত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তারা বলেন হরিপুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য গত ৩০ অক্টোবর ঠাকুরগাঁও জেলা কমিটি তাদের বরাবরে সভাপতি-সম্পাদক পদের জন্য প্রার্থীদের সিভি পাঠাতে বলেন। আমরা সে অনুয়াযী ১৭-১৮ জন প্রার্থী আবেদন করি। কিন্ত প্রকৃত ছাত্রলীগ নেতাদের মূল্যায়ন না করে জেলা কমিটি দলীয় গঠণতন্ত্রকে উপেক্ষা করে নিজ ক্ষমতাবলে ছাত্রলীগ করেন না ও বিএনপি পরিবারের সদস্য শাদেকুল ইসলাম কে সভাপতি ও স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাত পন্থী পরিবারের সদস্য শামিম কে সম্পাদক করে একটি আংশিক কমিটি গত ৩দিন পূবে ঘোষনা করেন । এই বির্তকিত কমিটি আমরা মানিনা।সংবাদ সম্মেলনের মাধ্রমে আমরা এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এবং এ কমিটি বাতিল করে প্রকৃত ও ত্যাগী নেত্রীত্বের হাতে দ্বায়ীত্ব দিতে হবে, না হলে আগামিতে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা।
এ বিষয়ে নবগঠিত ছাত্রলীগ কমিটির সভাপতি শাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামিম বলেন, আমাদের পরিবারের বিষয়ে যা বলা হয়েছে তা ভিত্তিহীন , আমরা ছাত্রলীগ করি আমার কাছে সব ডুকুমেন্ট আছে।