সৈয়দপুরে ৭৮১ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৩ সিপিসি-২,। শনিবার (১২ নভেম্বর) বেলা দেড়টার দিকে নীলফামারী ক্যাম্পের একটি দল উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাশের একটি ছাত্রবাস থেকে তাঁদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ৯ টার দিকে আটক দুইজনকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
আটককৃতরা হলো মোঃ মহিবুল্লাহ (৩২) ও নাসির উদ্দীন (২৮)। এর মধ্যে মহিবুল্লাহ বাঙ্গালীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি কারী শহিদুল ইসলামের ছেলে। আর নাসির উদ্দীন দিনাজপুরের পার্বতীপুর শহরের হুগলিপাড়া এলাকার মাহবুবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সিপিসি’র ওই দলটি অভিযান পরিচালনা করে। এ সময় উল্লেখিত এলাকায় ওই দুইজনকে আটক করে। পরে তাঁদের দেহ তল্লাশি করে ৭৮১ পিস ইয়াবা উদ্ধার করেন তারা।
এদিকে ঘটনাস্থলে সংবাদকর্মীরা গেলে আটক মুহিবুল্লাহর দুলাভাই বাঙ্গালীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম নিউজ না করার করার জন্য অনুরোধ জানায়।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান শাহাজাদা সরকার বলেন, আমার শ্যালক টেকনিক্যাল কলেজের সামনে ভাতের হোটেলের ব্যবসা করে। সে ছাত্রদের মেসে খাবার দেয়। ঘটনার সময় সে খাবার দিতে গেলে কাকতালীয়ভাবে তাঁকে সন্দেহ বশতঃ আটক করা হয়েছে। সে কোনভাবেই মাদক সেবন বা বিক্রির সাথে জড়িত নয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। রোববার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।