সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে উঠল ব্রাজিল। সেলেসাওদের পক্ষে একমাত্র গোলটি করেন তারকা ক্যাসেমিরো। নেইমার-বিহীন ব্রাজিলকে রুখে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ সুইসরা।
পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। হেক্সা জয়ের মিশন তাদের দীর্ঘ হয়েছে অনেক। এবার সেই মিশন সম্পন্ন করতে মরিয়া সেলেসাওরা। পিতৃতুল্য তিতের অধীনে এটাই যে তাদের শেষ আসর। গুরুর অধীনে প্রথম দুই ম্যাচ জিতে হেক্সা জয়ের মিশন, ভালোমতোই শুরু করল ব্রাজিল।নান্দনিক ফুটবলে প্রথম ম্যাচ জিতেছে ব্রাজিল।
দ্বিতীয় ম্যাচ শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে। যাদের গত বিশ্বকাপেও হারাতে পারেনি ব্রাজিল। এর ওপর লাইন আপে নেই নেইমার। আক্রমণে তার অভাবটা ভালোই বোঝা গেছে প্রথমার্ধে। ছয় বার আক্রমণে গিয়েও মেলেনি জালের দেখা।
তবে দ্বিতীয়ার্ধে আরও শাণিত ব্রাজিল। ৬৪ মিনিটেও বল জালে জড়িয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু অফসাইডে তা বাতিল হয়।
খেলা যখন প্রায় শেষদিকে, সমর্থকরা তখন দুরুদুরু বুকে চাতক পাখির মতো চেয়ে আছে প্রিয় তারকাদের দিকে। তাদেরকে হতাশ করেনি পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে লিড নেয় ব্রাজিল। স্কোরশিটে নাম লেখেন ক্যাসেমিরো। এই গোলটিই ম্যাচে পার্থক্য গড়ে দেয়।
সুইসদের হারিয়ে জি গ্রুপ থেকে সবার আগে শেষ ষোলোতে ব্রাজিল। সবচেয়ে বেশিবার বিশ্বসেরা দলটির টুর্নামেন্ট শুরু হলো প্রত্যাশামতোই। অন্যদিকে সুইজারল্যান্ডের জন্য শেষ সুযোগ সার্বিয়ার বিপক্ষে ম্যাচ।