বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক পেলেন ৪৬ জন অসচ্ছল অসুস্থ অসহায় পরিবার। আনুষ্ঠানিকভাবে ৫০ হাজার টাকার এ চেক বিতরণ করেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
শনিবার সকাল ১০টায় স্থানীয় সংসদ সদস্য’র কার্যালয়ে মোরেলগঞ্জে ৩৮ জন ও শরণখোলার ৮ জন মোট ৪৬ জনের মধ্যে ২২ লাখ টাকার চেক তুলে দেন সংসদ সদস্য।
চেক বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ,এ্যাড.তাজিনুর রহমান পলাশ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবজাল হোসেন মাসুম, উপ-দপ্তর সম্পাদক ফজলুল হক খোকন, শ্রমীক লীগ নেতা জালাল উদ্দিন তালুকদার, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মুনসুর আলী শেখ, সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ প্রমুখ।