মাগুরার মহম্মদপুরে তথ্য বিভাগের মত বিনিময় সভা

মাগুরা  জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের C4D খাতের আওতায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উপলক্ষে সোমবার দুপুরে   মাগুরার  মহম্মদপুর  উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ট্রেনিং সেন্টারে  কমিউনিটি ডায়ালগ/মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তথ্যসেবা অফিসার এমিলিয়া জামান সেতু  । অনুষ্ঠানে  অর্ধশতাধিক নারী উপস্থিত ছিলেন।