মাগুরায় ১০২ বোতল ফেন্সিডিল প্রাইভেট কারসহ ১জন গ্রেফতার

মাগুরা সদর থানার  ইন্সপেক্টর (তদন্ত)  গৌতম ঠাকুর এর নেতৃত্বে  সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই চয়ন কুমার দাশ ও একদল পুলিশ শনিবার ভোরে মাগুরা সদর থানার পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদের সামনে ঢাকা খু্লনা মহা সড়কে ১০২ বোতল ফেন্সীডিল একটি প্রাইভেট কারসহ মোঃ মইদুল ইসলাম (২৬) কে আটক করে। আটক মইদুল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের নজরুল ইসলামের ছেলে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।