আইএফআইসি ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহযোগিতায় “মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। শনিবার ১২ই নভেম্বর, ২০২২ তারিখে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটির সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সৈয়দ মনসুর মোস্তফা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর যুগ্মপরিচালক মোঃ ওমর শরীফ এবং উপপরিচালক মোঃ আশরাফুল আলম প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কর্মশালায় মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাগেরহাট জেলায় কার্যরত ২৫টি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ৬৭ জন কর্মকর্তা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।