ঝিনাইদহে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ শুরু

ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে জেলা প্রশাসন, ঝিনাইদহের উদ্যোগে এক র‌্যালী শনিবার সকাল ১০ ঘটিকা শহরের গুরুত্বপূর্ণ সড়কড়গুলি প্রদক্ষিণ পর পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গনে এসে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন- ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের এমপি খালেদা খানম। বিশেষ অতিথি ছিলেন- ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান। উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম প্রমুখ। মেলায় প্রায় অর্ধশতাধিক স্টল বসেছে। স্থানীয় ছাত্র-ছাত্রীরা স্টল দেখতে ভিড় জমাচ্ছে।