ঝিনাইদহের শৈলকুপায় ২ দিনব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্ভোধন করা হয়েছে। সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বনি আমিন। প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মতিয়ার রহমান, চেয়রম্যান সাব্দার হোসেন মোল্লা,মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম খান প্রমুখ। মেলায় বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা থেকে প্রদর্শনীতে স্টল দেওয়া হয়।
বিল্ডিং এর ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে কাজ করার সময় পড়ে গিয়ে শামীম হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে তা মৃত্যু হয়। নিহত শামীম ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের আমির আলীর ছেলে। স্থানীয়রা জানান- শামীম হামদহ এলাকার একটি বিল্ডিং এ রাজমিস্ত্রির কাজ করছিল। সে সময় অসাবধানতা বসত ছাদ থেকে নিচেই পড়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তার সহকর্মীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ফালগুনী রাণী বলেন- হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।