ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-আইন বিষয় সম্পাদক হলেন ভোলার আসিফ

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দ্বীপ জেলা ভোলার কৃতি সন্তান শফিকুল গণি আসিফ। রোববার (২৭ নভেম্বর) ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক শিমুল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আসিফ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম–সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ভোলা জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ও ভোলার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবেও কাজ করেছেন।

জানা গেছে, আসিফ ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সম্পন্ন করে মাস্টার্স অধ্যয়ণরত আছেন। এছাড়া নর্দান বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন। দুই ভাই-একবোনের মধ্যে সবার ছোট আসিফ। বড় ভাই ইয়ারুল ইসলাম মাইনুল বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বোরহানউদ্দিন পৌর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসিফের বাবা আবুল কাশেম বোরহানউদ্দিন উপজেলার আব্দুর জব্বার কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। আবুল কাশেম ভোলা জেলা সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগ সমর্থিত প্যানেল থেকে উপ-ক্রীয়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে থাকাকালীন সময়ে নিয়মিত প্রগতিশীল রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত ছিলেন। আসিফ তার বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগ করেন। পারিবারিকভাবে আওয়ামী পরিবারের সন্তান তিনি।