চকোরিয়ায় অজ্ঞান করে অটোরিক্সা ছিনতাই, অতঃপর চালকের মৃত্যু 

কক্সবাজারের চকরিয়ায় ছিনতাইকারীরা অজ্ঞান করে   ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায়   চালক জাকের হোসেন(৫৫)এর মৃত্যু হয়েছে ।গত রবিবার(৩০অক্টোবর)দুপুর তিনটার সময় উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত জাকের হোসেন কাকারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাইজ কাকারা এলাকার আজিজুর রহমানের পুত্র। সূত্রে জানা যায়, কাকারার বাসিন্দা চালক জাকের হোসেন  ঘটনার তিনদিন পূর্বে  দেড় লক্ষ টাকার বিনিময়ে একটি নুতন অটোরিকশা ক্রয় করেন। গত রবিবার দুপুরে চকরিয়া পৌরশহর চিরিঙ্গা থেকে দুই যুবক অটো রিকশা ভাড়া করে মাইজঘোনা এলাকায় নিয়ে যায় এবং  রাস্তার পাশে দাঁড়ান।এসময় দুই যুবকের হাতে থাকা তিন প্যাকেট বিরাণীর মধ্যে চেতনা নাশক দ্রব্য মিশানো প্যাকেটটি চালক জাকের হোসেনকে খেতে দেন। খাওয়ার পর জাকের হোসেন অজ্ঞান হয়ে পড়েন।  এই সুযোগে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে সটকে পড়ে। পথচারীরা অজ্ঞান অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত আড়াইটার সময় তিনি মারা যান।চকরিয়া থানার ওসি(তদন্ত)  আব্দুল জব্বার জানান, উক্ত ঘটনার বিষয়ে থানায় কেও অভিহিত করেনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হবে।