আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২২ ঝিনাইদহে পালিত

আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২২ উপলক্ষ্যে শনিবার সকাল ১০ টায় ঝিনাইদহ শহরের পায়রাচত্বরে মানবাধিকার ফোরামের উদ্যোগে অধ্যক্ষ আমিনুর রহমান টুকু এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপাধ্যক্ষ এন এম শাহজালাল, অধ্যক্ষ সুভ্রত মল্লিক, সাজেদুর রহমান ফেটু জোয়ার্দ্দার, হায়দার আলী, হাবিবুর রহমান, রিতা সরকার।

অনুষ্ঠান পরিচালনা করেন মানবাধিকার ফোরামের সেক্রেটারী শরিফা খাতুন। এবারের প্রতিপাদ্য ছিল “সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা”। এছাড়া মানবাধিকার কমিশন সহ বিভিন্ন সামাজিক সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে।