রবিবার, ২৬ Jun ২০২২, ০৭:৫৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম ছেড়ে দিতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে থাকবে বলেও জানানো হয়েছে।
গত ২৪ মে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ নির্দেশনার চিঠি ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারকে পাঠানো হয়েছে। বর্তমানে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ইস্যু করা ও এ সংক্রান্ত সব কার্যক্রমের দায়িত্বে রয়েছে ইসি।
২০০৮ সালে নির্বাচন কমিশনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো শুরু হয় ছবিসহ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম। তবে শুরু থেকেই এনআইডি নিয়ে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। পরিচয়পত্রে তথ্য ভুল করাসহ দেখা দেয় নানা সমস্যা। এসব ভুল সংশোধনেও দীর্ঘ সময় লাগে বলে অভিযোগ অনেকের।