বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৯:০২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : জায়েদ এলাকার শীর্ষ মাস্তান। ভয় ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেই চলেছে। এক সময় জায়েদ বাহিনী তুলে নিয়ে আসে নিশিতাকে। মুখ ঢেকে জায়েদ এর সামনে আনলে জায়েদ রেগে যায় এই বলে যে তারা একটা মেয়েকে তুলে নিয়ে এসেছে। তারপর সে নিজে এসে নিশিতার মুখের কাপড় সরানোর সাথে সাথেই নিশিতা তাকে কষে চড় দিয়ে বসে।
সবাই অবাক, জায়েদ মুখে হাত দিয়ে দাড়িয়ে থাকে। নিশিতাকে মারতে যেতে চাইলে জায়েদ ইশারায় তাদেরকে না করে। নিশিতা জায়েদকে বকা ঝকা করে সেখান থেকে চলে যায়। উল্টো জায়েদ নিশিতাকে পথ দেখাতে একটা ছেলে পাঠায়। কারণ জায়েদ যে নিশিতার প্রেমে পড়েছে। এভাবেই নাটকটি নাটকিয়তার মোর নেয়।
সঞ্জয় বড়–য়ার রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবীন, হাফিজ, সজীব চৌধুরী, রাসেল প্রমুখ। দীপ্ত টিভিতে নাটকটি প্রচারিত হবে ২২ জানুয়ারি শুক্রবার রাত ১১টায়।