মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৬:৫০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : আরটিভিতে নিশো-মেহজাবীনের নাটক ”শিল্পী”, রচনা ও পরিচালনাঃ মুহিদুল মুহিম, অভিনয়েঃ আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, দেখা যাবে ১৫ জানুয়ারি শুক্রবার রাত ৮টায়।
গল্প সংক্ষেপ- শিল্পী চমক ও জরিনা রাস্তায় রাস্তায় গান গেয়ে টাকা ইনকাম করে। এভাবে ভালই চলছিলো তারা। কিন্তু একদিন জরিনার এলাকায় গান গাইতে চলে আসে শিল্পী চমক। এতেই দেখা দেয় বিপত্তি। শিল্পী চমকের কারনে জরিনার দর্শক কমে যেতে থাকে।
কারন শিল্পী চমক পুরুষ ও নারী উভয় কণ্ঠে গান গেয়ে দর্শকদের ব্যতিক্রমী আনন্দ দিয়ে থাকে। এ কারনে তার জনপ্রিয়তাও অনেক বেশি। আর এসব নিয়েই জরিনার সাথে চমকের দ্বন্দ্ব দেখা দেয়। এরপর ঘটতে থাকে মজার মজার সব ঘটনা।