রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০১:৩১ পূর্বাহ্ন
ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন হওয়ার পরের দুই মাসে ৪৪৫ জন বাংলাদেশী দেশে ফিরেছেন। এরা অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন। গত এক বছরে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ ও সীমান্ত পার করার চেষ্টা করায় আটক করা হয় অন্তত এক হাজার জনকে। সীমান্ত রক্ষী বাহিনী- বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। ফেরত আসা ব্যক্তিদের সঙ্গে ভারতের নাগরিকপঞ্জি বা নাগরিকত্ব আইনের কোনো সম্পর্ক নেই বলে জানান বিজিবি প্রধান।
গত ২৫-৩০শে ডিসেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকের বিষয় জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন সাফিনুল ইসলাম। জানান, ছয় দিনের ঐ সম্মেলনে এনআরসি নিয়ে কোন আলোচনা হয়নি। বিগত চার বছরের মধ্যে গত বছর সীমান্ত হত্যা সর্বোচ্চ হওয়ায় এ নিয়ে বিজিবি’র পক্ষ থেকে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়।
বৈঠকে সীমান্ত অতিক্রম ও মানব পাচাররোধে পদক্ষেপ এবং একযোগে সমন্বিত টহল জোরদার করতে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়। সম্মেলনে বাংলাদেশের ১১ সদস্যের এবং ভারতের ১৯ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।