রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৯:৫৪ অপরাহ্ন
রাজধানীতে বিলাসবহুল গাড়িতে ইয়াবা পরিবহনের সময় দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, জুনায়েদ খন্দকার ওরফে অনিক (২৩) ও মোঃ মাহবুবুর রহমান (২৫)। গত ২২ ডিসেম্বর ১৭.৫০টায় রাজধানীর দক্ষিণখান থানা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের নিকট হতে ১৪০৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা মাপার কাজে ব্যবহৃত একটি ইলেকট্রিক মেশিন ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ল্যান্ড ক্রসার জিপ জব্দ করা হয়।
গোয়েন্দা উত্তর বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম সাকলায়েন পিপিএম ডিএমপি নিউজকে জানান, একটি মাদক ব্যবসায়ী চক্র বিলাসবহুল গাড়িতে ইয়াবা পরিবহন করছে এমন তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানা এলাকায় ২২ ডিসেম্বর বিকালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ল্যান্ড ক্রসার জিপ তল্লাশী করে ১৪০৫০ পিস ইয়াবাসহ জুনায়েদ ও মাহবুবর কে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরো জানান, ধৃত মাদক ব্যবসায়ীরা কক্সবাজার এলাকা হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকায় এনে বিক্রি করে। সেক্ষেত্রে তারা কালো রংয়ের স্কচটেপ দিয়ে ইয়াবাগুলি পোটলা করে জব্দকৃত গাড়ির বডির ভিতরে বিশেষভাবে লুকিয়ে ঢাকায় নিয়ে আসে।
এ সংক্রান্তে রাজধানীর দক্ষিণখান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।