বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৭:৩৬ অপরাহ্ন
আমেরিকার টেক্সাসে থাকেন রুথ বালুন। গত সপ্তাহে হঠাৎ তিনি দেখলেন তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে অতিরিক্ত টাকা। প্রথমে তিনি ভেবেছিলেন খ্রিস্টমাস উপলক্ষ্যে উপহার পাঠিয়েছে সান্তা। কিন্তু টাকার অঙ্ক দেখে সেই ভুল ভাঙল তাঁর।
রুথের ব্যাংকে অ্যাকউন্ট ঢুকে ছিল প্রায় তিন কোটি ৭০ লক্ষ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৬২ কোটি টাকা। তা দেখে তিনি গোটা ঘটনা জানান নিজের স্বামীকে। তার পরদিন রুথের স্বামী ফোন করেন লেগাসিটেক্সাস ব্যাংকে। সেখানে ঘটনার কথা জানান তিনি।
এর পর ব্যাংকে তরফে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া হয়। বলা হয় ম্যানুয়াল এন্ট্রি করতে ভুল হওয়াতেই ওই পরিমাণ টাকা চলে গিয়েছে রুথের অ্যাকাউন্টে।ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, রুথ যদি ভুল ধরতেন তা হলেও আমাদের হিসাবে বিষয়টা পরে ধরা পড়ত। আর ভুল স্বীকার করার পর রুথের অ্যাকাউন্ট থেকে সেই টাকা ফেরত নিয়ে নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।