বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ১২:৫১ অপরাহ্ন
ভারতের রাজধানী আবারও ধোঁয়াশায় ছেয়ে গেছে। এর আগে সপ্তাহান্তে আবহাওয়া ভাল ছিল।
নতুন দিল্লীতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI বা বায়ু দূষণের মাত্রা ছিল ৪৯৭।
যে কোন জনগোষ্ঠির জন্য AQI ৩০১ থেকে ৫০০ কে বিপদজনক বলে মনে করা হয়। AQI যখন ৫০ এর নীচে হয় সেটি ভাল বলে বিবেচিত। তা ১০০র কম হলে সন্তোষজনক বলে বিবেচনা করা হয়।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে রাজধানীতে মঙ্গলবার AQI তীব্র থাকবে।
গ্রীনপিস এবং এয়ার ভিসিউয়াল — এই দুটি সংগঠন থেকে বলা হয় নতুন দিল্লী হচ্ছে বিশ্বের সবচাইতে বায়ু দূষিত শহর।