মাসুদ রানা : রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবো টেম্পুষ্ট্যান্ড এর পাশে ঢাকা মসলা ঘর নামে মসলা তৈরী কারক প্রতিষ্ঠানে নিম্নমানের নিজেস্ব তৈরী মসলা যাহা বি, এস, টি,আই এর অনুমোদন ছাড়াই অবাধে দীর্ঘ দিন ধরে বাজারে বিক্রয় করে আসছে,
এসব নিম্নমানের মসলার ব্যাবহারের কারনে মানুষের শরীরে বিভিন্ন রোগ ছড়াচ্ছে এতে করে, চর্মরোগ,গ্যাসটিক, অলসার, ক্যানসার নামক মরন ব্যাধীতে আক্রান্ত হচ্ছে, পূর্বেও মিডিয়ায় এদের অপকর্ম প্রকাশিত হলেও কতৃপক্ষ উদাসীন ।