বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৭:৪০ অপরাহ্ন
এইচ আর হিরু,গাইবান্ধাঃ গাইবান্ধায় সদর উপজেলায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে প্রতিবেশী মজিদুল ইসলাম (২৬) এর বিরুদ্ধে।
এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে সদরথানায় একটি ধর্ষন মামলা দায়ের করে।
ধর্ষন কারিলম্পট মজিদুল ইসলাম সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গোপালপুর ভাটপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পরিবারের অভিযোগ, মজিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মেয়েটিকে স্কুল যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।প্রেমের প্রস্তাবে সারানা পেয়ে গত সোমবার (৭অক্টোবর) বাড়ীতে কেউ না থাকার সুযোগে লম্পট বাড়ীর কোনেউৎপেতে থাকে।মেয়েটি রাতে প্রকৃতির ডাকে বাহিরে বের হলে ঘরে প্রবেশ করে মজিদুল।পরে মেয়েটিকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ধর্ষন করে।মেয়েটি জেলাহাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় অভিযুক্ত মজিদুলকে দ্রুত গ্রেপ্তার করে দৃশটান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছে ধর্ষিতার পরিবার ও এলাকাবাসি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, এ ঘটনায় মেয়েটির পরিবার থানায় একটি অভিযোগ করে।প্রাথমিক তদন্তে আলামত পরিলক্ষিত হওয়ায় থানায় মামলা গ্রহন করা হয়।মেয়েটিকে ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্ত মজিদুলকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।