২০ অক্টোবর, ২০১৯ তারিখ নৌ পুলিশ’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকৃতদের হেফাজত হতে ৪৬ লক্ষ ৫৮ হাজার ৭৫০ মিটার জাল, ৬৩টি নৌকা, ২টি ট্রলার ও ১৬৪৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে ।
৯ অক্টোবর, ২০১৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়–বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে।
সারাদেশে নৌ পুলিশের ১১৬ টি থানা ও কেন্দ্র রয়েছে । নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত নৌ পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।